খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ :মুন্সীগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ১৬ জুলাই ২০১৬ ইং ১ম রাউন্ড। শিশুদের জন্য নিরাপদ-ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান এ স্লোগানকে প্রতিপাদ্য করে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টার সময় মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ জুলাই মুন্সীগঞ্জ জেলার ৬টি উপজেলা , দুটি পৌরসভা ও ৬৮ টি ইউনিয়নের মধ্যে মোট টিকাদান কেন্দ্র মোবাইল টিম সহ ১৭৫৪ টি কেন্দ্র থেকে এ ভিটামিন এ” প্লাস ক্যাম্পেইন চলবে। আগামী ১৬ জুলাই ৬-১১ মাস বয়সী ২১০০১ জন শিশুকে ১ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন নীল রঙের ভিটামিন এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। ১২-৫৯ মাস বয়সী ১,৫৬,৫৩৯ জন শিশুকে ২ লক্ষ আইইউ ক্ষমতা সম্পন্ন লাল রঙের এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় শিশুর মেধা বিকাশ , শিশু ও মাতৃ এবং পুষ্টিজনিত নানা বিষয়ে আলাপ আলোচনা করা হয়। এ সময় সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন সিভিল সার্জন ডাঃ শহিদুল ইসলাম। প্রজেক্টরের মনিটরের মাধ্যমে নানা স্বাস্থ্য সম্পর্কিত তথ্য উপাত্ত উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ আবুল বাসার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জের প্রবীন সাংবাদিক শেখ আলী আকবর, মোঃ মাহবুব আলম লিটন, মুন্সীগঞ্জ সাংবাদিক সোসাইটির সদস্য মাসুদ রানা, জাতীয় অনলাইন প্রেসক্লাব মুন্সীগঞ্জ এর সাধারন সম্পাদক এম.এম.রহমান, সদস্য তুহিন সরকার, কায়সার সামির প্রমুখ।