খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: ঝিনাইদ: বাল্য বিবাহের আয়োজন করায় তিন ব্যক্তিকে জরিমানা করেছে মোবাইল কোর্ট। এ সময় জুলফিকার আলী নামের এক কাজী দৌড়িয়ে পালিয়ে যায়। ঘটনাটি ঘটেছে আজ দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামে।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার দাপনা গ্রামে একটি বাল্য বিবাহের খবর পেয়ে অভিযান চালায় মোবাইল কোর্ট। সেখানে বিয়ের আয়োজন করায় বর হাসান আলী, বরের চাচা আফসার আলী ও মেয়ের পিতা আবু সায়েদসহ তিন জনের প্রত্যেক কে এক হাজার টাকা করে জরিমানা করা হয়।
মোবাইল কোর্টের বিচারক কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মানোয়ার হোসেন মোল্লা জানান, বাল্য বিবাহ নিরোধ আইনে বর, বরের চাচা ও মেয়ের পিতাসহ তিনজনের প্রত্যেক কে এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ সময় কাজী জুলফিকার আলী পালিয়ে যায়। তিনি আরো জানান, বাল্য বিবাহে সহযোগিতা করার অভিযোগে এ কাজী পূর্বে একবার জেলও খেটেছিল।
উল্লেখ্য যশোর জেলার মনিরামপুর উপজেলার হুরগাতী গ্রামের হাফিজুর রহমানের ছেলে হাসান আলীর সাথে ওই নাবালিকা মেয়ের বিয়ে দেয়া হচ্ছিল ।