খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া গ্রাম হতে আমেরিকান অত্যাধুনিক রিভারবাল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ২ সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। সোমবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঠাদিয়া গ্রামের ইলিয়াস সর্দার এর বাড়ি হতে তার পুত্র জজ মিয়া(৩৫) ও ভাড়াটিয়া সন্ত্রাসী তারেকুল ইসলামকে (৩০) আটক করে পুলিশ। আটককৃত তারেকুল কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার দক্ষিন খাজিরাথাক গ্রামের বদু মোল্লার ছেলে। তরিকুল তার শ্বশরবাড়ী দিঘিরপাড় গ্রামে দীর্ঘদিন ধরে পালিয়ে অবস্থান করছিলেন। পুলিশ জানায়, তারেকুল একজন চিহ্নিত ভাড়াটিয়া সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন জেলায় একাধিক অস্ত্র মামলা রয়েছে।
টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আলমগীর হোসাইন জানান, কাঠদিয়া গ্রামের জজ মিয়ার ঘরে বসে সন্ত্রাসী কর্মকান্ড করার পরিকল্পনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে এই দুই সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করা হয়। আটককৃত তরিকুল এর বিরুদ্ধে ঢাকার কমলাপুর রেলওয়ে থানায় অস্ত্র মামলা রয়েছে। অপর আসামী জজ মিয়া মাদক মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামী।