Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার লুইস ডেফার্স এলাকার রেলি ব্রীজ সংলগ্ন শ্রী শ্রী মহামায়া দূর্গা মন্দিরে সোমবার গভীর রাতে ৫টি প্রতিমা (কালী মূর্তি) ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আতঙ্ক ও শঙ্কা বিরাজ করছে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে পার্শ্ববর্তী দোকানদার শ্রী সংগ্রাম পুজা-অর্চনা দিতে গিয়ে মন্দিরের কাঠের গেট খোলা দেখতে পান। পরে ভেতরে গিয়ে দেখেন কালীমাতা, ডাকিনী ও যোগিনী প্রতিমার ঠোট ও জিহ্বা এবং সরস্বতী মাতার দুই হাত ও মহাদেবের বাম হাত ভাঙা। দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে খন্ডাংশগুলো নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও পুজা উদযাপন কমিটির নেতারা ঘটনাস্থল পরিদর্শন করে। মঙ্গলবার বিকেলে পার্শ্ববর্তী ঝিনাই নদীতে ভাঙা প্রতিমাগুলো বিসর্জন দেওয়া হয়।
উপজেলা পুজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক ও যুবলীগ সভাপতি শ্রী মন্টু লাল তেওয়ারি অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল ও সরকারকে বেকায়দায় ফেলতে গভীর রাতে সংঘবদ্ধ দুর্বৃত্তরা প্রতিমা ভাঙচুর করে। এর সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি ও স্বাধীনতাবিরোধী জঙ্গি গোষ্ঠীর হাত থাকতে পারে বলেও তার ধারনা।
স্থানীয় পৌর কাউন্সিলর শ্রী কালাচাঁন পাল জানান, প্রায় তিন বছর আগেও এ মন্দিরে প্রতিমা ভাঙচুর হয়। তখন থানায় মামলা হলেও কোন ক্লু বের হয় নি।
স্থানীয়রা অভিযোগ করেন, এ এলাকায় সন্ধ্যার পর অপরিচিত লোক ও মাদক ব্যবসায়ীদের আনাগোনা বেড়ে যায়। স্থানীয় প্রশাসন ও পুলিশ এ ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (ওসি) বিল্লাল উদ্দিন জানান, প্রতিমা ভাঙচুরের ঘটনায় এলাকায় টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।