Wed. Mar 12th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

48খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রী নিত্যর বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের মামলার বাদী ও নির্যাতনের শিকার শিশুকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মঙ্গলবার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজীনা ইসমাইল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
একই সঙ্গে ১৭ অগাস্ট সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ট্রাইবুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আলী আসগর স্বপন।
স্বপন জানান, চার থেকে পাঁচটি তারিখে তারা ট্রাইবুনালে সাক্ষ্য দিতে না আসায় পরোয়ানা জারি করেছে আদালত।
যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তারা হলেন- মামলার বাদী সাংবাদিক খন্দকার মোজাম্মেল হক ও নির্যাতিত গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি।
মামলাটিতে মঙ্গলবার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান ওরফে নিত্য ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
এর আগে গত ২২ ফেব্র“য়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন বিচারক।
২০১৫ সালের ২৯ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৪(২) খ ধারায় মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুর রহমান ঢাকা সিএমএম আদালতে এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন।
পরে ১২ জানুয়ারি মামলাটি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালত থেকে ঢাকার পাঁচ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
এরপর গত ৪ ফেব্র“য়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত।
মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে শিশুটির শরীরের বিভিন্ন জায়গায় নির্যাতনের অভিযোগ আনা হয়।