খোলা বাজার২৪, মঙ্গলবার, ১২ জুলাই ২০১৬: গত অর্থবছরে (২০১৫-১৬) দেশে গড় মূল্যস্ফীতি প্রাক্কলনের চেয়ে কিছুটা হয়েছে। পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি ছিল ৫ দশমিক ৯২ শতাংশ। আর ওই অর্থবছরের বাজেটে প্রাক্কলিত মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ২০ শতাংশ।
উল্লেখ্য, এর আগের অর্থবছরে (২০১৪-১৫) দেশে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।
তবে গত অর্থবছরে গড় মূল্যস্ফীতি প্রাক্কলনের চেয়ে কম থাকলেও গত মাসে অর্থাৎ জুনে দেশে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৫৩ শতাংশ হয়েছে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। এর ফলে গত অর্থবছরে মূল্যস্ফীতি বাজেটে প্রাক্কলনের চেয়ে কম হয়েছে।