Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

অটোরিকশার চালককে হত্যা: চট্টগ্রামে দুজনের মৃত্যুদন্ড কার্যকরখোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: চট্টগ্রামের মিরসরাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার এক চালককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে দুজনকে ফাঁসিকাষ্ঠে ঝোলানো হয়।
যে দুজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন সাইফুল্লাহ ওরফে শহীদ ও শহীদউল্লাহ শহীদ। ওই সময় জেলা প্রশাসক (ডিসি) মেজবাহ উদ্দিন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম ভূঁইয়া, জেলা কারা কর্তৃপক্ষসহ পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে ডিসি জানান, ২০০৪ সালে চট্টগ্রামের মিরসরাইয়ে সিএনজিচালিত অটোরিকশার চালক রুবেল দাসকে ফটিকছড়িতে নিয়ে হত্যা করে সিএনজি ছিনতাই করা হয়। এ ঘটনায় তিনজনকে আসামি করে মামলা হয় মিরসরাই থানায়। পরের বছর ২০০৫ সালে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার আদালতে তিন আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। পরে উচ্চ আদালতে দুজনের মৃত্যুদণ্ডাদেশ বহাল থাকে। একজনকে যাবজীবন কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
ডিসি আরো জানান, মৃত্যুদণ্ডাদেশ পাওয়া সাইফুল্লাহ ও শহীদুল্লাহ রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করেন। এ আবেদন নাকচ করা হলে গতকাল দিবাগত রাতে দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
এর আগে দুই আসামি তাঁদের পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের শেষ ইচ্ছা পূরণ করে কারা কর্তৃপক্ষ।