খোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: কক্সবাজার শহরে উপেনদিতা (৭৭) নামের এক ভিক্ষুকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
বুধবার সকাল সাড়ে ৭টায় শহরের উমাতারা বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ভিক্ষুর মাথায় কোপ দিয়েছে। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।