Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Rangpurখোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: আগামী ১৬ জুলাই সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। সারাদেশে সাড়ে ৫ কোটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে রংপুর জেলা ও সিটি কর্পোরেশ এলাকায় প্রায় ৫ লাখ শিশুকে টিকা খাওয়ানো হবে। ৬ থেকে ১১ মাস বয়সি ৬০ হাজার শিশু ও ১২ থেকে ৫৯ বয়সের সোয়া ৪লাখ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য রংপুর জেলায় ২ হাজার ও সিটি কর্পোরেশনে ৩শ কেন্দ্র খোলা হবে। এতে প্রায় ১০ হাজার স্বাস্থ্য কর্মী ও সুপারভাইজার অংশ নেবে। আজ দুপুরে রংপুর সদর হাসপাতাল মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. হিমান্সু লাল রায়। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. আমিরুজ্জামান ও ডা. গোলাম মোস্তফা।