Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20kখোলা বাজার২৪, বুধবার, ১৩ জুলাই ২০১৬: ক্রিকেটের মাঠে ছিলেন হার না মানা এক সৈনিক। ৩৯ বছর বয়সে পাকিস্তানকে বিশ্বকাপ জিতে নিয়েছিলেন ইমরান খান। রাজনীতিতেও তার লড়াকু মানসিকতার প্রশংসা করে সবাই। আর তিনিই নাকি জীবনের তৃতীয় ইনিংস শুরু করলেন?
ভারতীয় গণমাধ্যমগুলো দাবি করছে তৃতীয় বিয়ে করেছেন তেহরিক-ই-ইনসাফের প্রধান নেতা ইমরান খান। কনের নাম মরিয়ম! তিনি ইমরানের দলেরই এক নেতার বোন বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
জানা গেছে মরিয়মের বিবাহবিচ্ছেদ হয়েছে। তিনি দুই সন্তানে জননী। তবে বিয়ের সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন ইমরান খান ও তার দল তেহরিক-ই-ইনসাফ।
ইমরান ভক্তসমর্থকদের আশ্বস্ত করে জানিয়েছেন, এখনও বিয়ে করেননি তিনি আর করলে সেটা সবাইকে জানিয়েই করবেন।
টুইটারে ইমরান খান বলেন ‘আমার বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন। আমি মোটেও বিয়ে করিনি। যখন আমার বিয়ে হবে তখন সবাইকেই জানাব।’
২০০৪ সালে জেমিমা গোল্ডস্মিথের সাথে বিচ্ছেদ হয় ইমরানের।
এর এগার বছর পর বিবিসির এক উপস্থাপিকা রেহান খানকে বিয়ে করেন তিনি। তবে ইমরানের সেই বিয়েও বেশিদিন টেকেনি।