খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার ওপর হামলায় জড়িত অভিযোগে মংয়াইন রাখাইনকে (৪৫) আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বান্দরবানের লামা উপজেলার রুপসীপাড়া থেকে তাকে আটক করা হয়। মংয়াইন কক্সবাজার শহরের ক্যাং পাড়ার আলামং রাখাইনের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন জানান, বৌদ্ধ ভিক্ষু উপেনদিতার ওপর হামলার পর পালিয়ে যান মংয়াইন। পরে গোপন সংবাদের ভিত্তিতে লামা উপজেলার রুপসীপাড়ায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরো জানান, আটকের পর মংয়াইনকে কক্সবাজার সদর মডেল থানায় আনা হয়েছে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, বুধবার সকালে কক্সবাজার শহরে বৌদ্ধ ভিক্ষু উপেনদিতাকে (৭০) কুপিয়ে জখম করা হয়।