Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: রামপাল তাপ বিদ্যুৎ প্রকল্পে উন্নত প্রযুক্তি ব্যবহার করায় পরিবেশের কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।
বুধবার দুপুরে রামপালের তাপ বিদ্যুৎকেন্দ্রে এক প্রেস বিফিংয়ে তিনি এ দাবি করেন।
প্রসঙ্গত, ২০৫০ সালের মধ্যে বিশ্বের সকল দেশ কয়লাভিত্তিক প্রকল্প বন্ধ করে নবায়নযোগ্য জ্বালানি বা সৌর, পানি ও বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করবে। অন্যদিকে ভারত সর্বাধিক অর্থ ব্যয়ে রামপালে কয়লাভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করছে।
এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘ভালো প্রকল্প করতে হলে খরচতো একটু বেশি পড়বেই।’
এ সময় বিদ্যুৎ মন্ত্রণালয়ের সচিব মনোয়ারুল ইসলাম বলেন, রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কোনো ক্ষতি করবে না। বরং এ প্রকল্পের কাজ শেষ হলে এখানকার আয় থেকে বছরে ৩০ কোটি টাকা এলাকার মানুষের জন্য ব্যয় করা হবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার রাজীব কুমার রায়, ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানির (এনটিপিসি) ম্যানেজিং ডাইরেক্টর উজ্জল কান্তি ভট্টাচার্য, দেবদত্ত রায় প্রমুখ।