Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: ইতালীর রাজধানী রোমের কেন্দ্রীয় জামে মসজিদের হলরুমে ১২ জুলাই এ শোক সভায় সভাপতিত্ব করেন ইসলামিক কালচারাল সেন্টার ইতালী’ এর সা্ধারন সম্পাদক তুর্কী বংশদ্ভুত রোদেয়ান আব্দুল্লাহ। পরিচালনা করেন ইতালীয় নাগরিক সেরেনা ফরনি।
শোক সভায় ইতালী প্রবাসী বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহন করেন এবং শোক প্রকাশ করে বক্তব্য রাখেন। এছাড়া দলমত ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। উপস্থিত বক্তারা সবাই বলেন সন্ত্রাসের কোন ধর্ম নেই, সন্ত্রাসের কোন দেশ নেই, যারা ইসলামের নামে এইরকম ভয়ঙ্কর হত্যাকান্ড সংগঠিত করতেছে তারা ইসলামের শত্রু, মানবতার শত্রু।ইতালীতে অবস্থানর অন্যান্য দেশের অভিবাসীরা ছাড়াও এ শোক সভায় অংশ গ্রহন করেন।
শোক সভায় বক্তব্য রাখেন ইতালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদ্রিস ফরাজী, সাধারন সম্পাদক হাসান ইকবাল, ধুমকেতু সামাজিক সংগঠনের কর্ণধার নুরে আলম সিদ্দিকী বাচ্চু,বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি হাসানুজ্জামান কামরুল,বিশিষ্ট ব্যবসায়ী সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতিয়ার রসুল কিটন,আলাউদ্দন শামিম মাহাতাব হোসেন মুফতি ওয়ালি উল্লাহ খান, মাওলানা মিজানুর রহমান, এছাড়াও বিভিন্ন সঙগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।