খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: রাজধানী রোমে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে টাকা দিয়ে টিকিট কেটে প্রবাসীরা অনুষ্ঠান দেখতে না পেরে প্রতারণার স্বীকার হওয়ার অভিযোগ উঠেছে। এক সময় সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা প্রবাসীরা শুনলেই টাকার দিকে না চেয়ে কষ্টের মাঝে একটু বিনোদন খুজঁতেন। কিন্ত একাদিক বার টাকা খরচ করে দেখা যায় তাদের পছন্দের শিল্পী আসে নাই। ফলে একদিকে অর্থ লগ্নি অন্যদিকে সময় নষ্ট। সেজন্য প্রবাসীরা এখন আর সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনলে বিশ্বাস করতে চায়না। তাছাড়া কেউ আগ্রহও দেখায় না। আজ থেকে কয়েক বছর আগে জাহিদ নামে একজন ইতালি প্রবাসী জনপ্রিয় শিল্পী জেমসকে আনার কথা বলে পোষ্টার দিয়ে ছেয়ে ফেলে রোম শহর। অনুষ্ঠান দেখতে ইচ্ছুক সাধারণ প্রবাসীরা দেখার আগ্রহ থাকলেও অবশেষে সেই অনষ্ঠান হয়নি। এতে চরমভাবে প্রতারণার স্বীকার হন প্রবাসী বাংলাদেশীরা। যার ফলে রোম শহরে সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা শুনলেই সাধারণ মানুষ আতকে উঠেন। চিন্তায় পড়ে যায় এই আরকে প্রতারণার নতুন দ্বার খুললো।
উল্লখ্য চ্যানেল আই রাধূনী অনুষ্ঠানের পরে আর তেমন স্বচ্ছ অনুষ্ঠান ইতালিতে দেখা যায়নি। সর্বশেষ প্রেনেসতিনা গীর্জার হলে একটি সুন্দর অনুষ্ঠান উপহার দিয়েছেন আয়োজকরা। নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসীরা অভিযোগ করে বলেন, যাদের অনুষ্ঠান করতে সার্মথ্য নেই, তারা অনুষ্ঠানের নামে প্রতারণার না করাই সমীচীন। এতে করে যেই শিল্পীর নামে পোষ্ঠার করে প্রচার করা হয় তার ব্যক্তি ইমেজকে অপমানিত করা হয়না। তাই এই ধরনের কায’কলাপ থেকে বিরত থাকতে অনুরোধ করেন প্রবাসীরা। পাশাপাশি এহেন অনুষ্ঠানের নামে প্রতারণা না করতে আহবান করেন। সেই সঙ্গে সুস্থধারার সাংস্কৃতিক করতে অনরোধ জানান।