Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

25kখোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, জঙ্গিহামলা বন্ধে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার ঐক্যের ডাক জাতির সঙ্গে এক ধরনের তামাশা। যুদ্ধাপরাধী, সন্ত্রাসী একটি দলকে সঙ্গে নিয়ে জঙ্গিবিরোধী ঐক্যের আহ্বানকে দেশবাসী সেরকমই ভাবে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ এ নেতা।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সচিবালয়ে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণী সভা শেষে গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন তোফায়েল আহমেদ।
বৈঠকে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজেএমইএ, নিটওয়্যার রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএ, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র প্রতিনিধিসহ রপ্তানি সংশ্লিষ্ট সরকারি বিভাগ ও অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তোফায়েল বলেন, ‘গুলশানসহ বিভিন্ন স্থানে মানুষ খুন করে দেশকে ব্যর্থ রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখছেন অনেকে।’
এ দেশের মানুষ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘তাদের ওই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না, জঙ্গিরা পরাজিত হবে। বাংলাদেশ কখনো পরাজিত হবে না, যেমন হয়নি একাত্তরে মুক্তিযুদ্ধে।’
জঙ্গি হামলাকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটা বাংলাদেশের একার সমস্যা নয়। জনগণকে সঙ্গে নিয়ে এ অপশক্তির মূল উৎপাটনে কাজ চলছে।’ এদের প্রতিরোধে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতাও চাইলেন সরকারের এ জ্যেষ্ঠ মন্ত্রী।