খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহের কালীগঞ্জে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় এক মাঠ দিবস বুধবার বিকেলে উপজেলার রঘুনাথপুর মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস পেঁপে ফসলের উপর এ মাঠ দিবসের আয়োজন করে।
রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিদুল ইসলাম মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি স¤প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক চন্ডি দাস কুন্ডু, ঝিনাইদহ কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শাহ মোঃ আকরামুল হক, ঝিনাইদহ সদর উপজেলার কৃষি অফিসার ড. মনিরুজ্জামান, কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহিদুল করিম, উপ-সহকারি কৃষি কর্মকর্তা রুস্তম আলী, কৃষক শহিদুল ইসলাম মুক্তিযোদ্ধা প্রমুখ।