Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির কার্যালয় এর ব্যানারগুলো ছিড়ে ভংগুর দসায় পরিনত হয়েছে ! দেখার কেও নেই ! দীর্ঘ দিন ধরে এমন অবস্থা থাকলেও কোন দ্বায়িত্বশীল কোন নেতাই তা ঠিক করে না বা খোঁজ খবর নেন না। এছাড়া ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির কার্যালয় দেখে বোঝার উপায় নেই যে এটি জেলা জাতীয় পার্টির কার্যালয়।

ঝিনাইদহ জেলা জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে লবিং-গ্রুপিং চলে আসছে। এ কারনেই জেলা জাতীয় পার্টির কার্যালয় এর ব্যানার ভংগুর দসায় রুপ নিয়েছে। স্থানীয় নেতা-কর্মিরা জানান, যোগ্য ও সঠিক নেতৃত্বের অভাব থাকায় ৯০ দশকের জাতীয় পার্টির অনেক নেতা-কর্মিরা এখন জেলা জাতীয় পার্টির কার্যালয়ে যায়না।
এ ব্যাপারে জেলা জাতীয় পার্টির (একাংশের) সাধারন সম্পাদক রাশেদ মাজমাদার প্রতিবেদককে জানান, যোগ্য নেতৃত্বের অভাব, আজকে সঠিক ও যোগ্য নেতৃত্ব না থাকার কারনে নেতা-কর্মিরা পার্টি অফিসে যায় না। যার কারনেই পার্টির কার্যালয়ে এই নাজুক অবস্থা।পার্টি অফিসের মূল ব্যানার অনেক দিন যাবত ছিড়ে পড়ে রয়েছে। দেখার কেও নেই।