খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: ঝিনাইদ: ঝিনাইদহ সদরের হিরাডাঙ্গা গ্রাম থেকে নাজনিন (১৩) নামের এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে ওই গ্রামের মশিয়ার রহমানের মেয়ে ও স্থানীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।
মৃত নাজনিনের চাচী সেলিনা খাতুন ও পিতা মশিয়ার রহমান জানান, গতকাল দুপুর ১ টার দিকে পাশ্ববর্তি বাড়ির একটি কক্ষে নাজনিনকে ধরে নিয়ে লম্পট জহির পাশবিক নির্জাতন করে পালিয়ে যায়। টের পেয়ে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পর নাজনিনকে খুজে পাওয়া যাচ্ছিলনা। পরে দুপুর ২ টার দিকে বাড়ির পাশের একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাজনিনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
খবর পেয়ে গতরাত ৮ টার দিকে সদর হাসপাতলে এসে মেয়েটির মৃতদেহ পুলিশ জিম্মায় নেয়।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্র নাথ সরকার জানান, মৃতদেহটির ময়না তদন্তের পরই ঘটনার সঠিক কারন জানা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।