খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: মুন্সিগঞ্জ : শিক্ষার মান উন্নয়ন ও মাল্টি মিডিয়া ক্লাশরুম ব্যাবহার নিশ্চিত করার এবং সন্ত্রাস ও জঙ্গিবাদ নিরসনে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা শির্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে এ মত বিনিময় সভায় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের উপস্থিতি নেই বললেই চলে।
উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগিয় কমিশনার হেলালুদ্দীন আহমদ। সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সাইফুল হাসান বাদল, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, জেলা শিক্ষা অফিসার শরিফুল ইসলাম প্রমুখ।