Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর : আগামি ১৬ই জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশীদ আলম মতি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ এহেতেশাম রেজা। শুরুতেই কোরআন তেলাওাত করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মঞ্জুরুল কাদের, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ নুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোছাঃ হাসিনা ভূঁইয়া, মাধ্যামিক শিক্ষা অফিসার আব্দুস সাত্তার সরকার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সঞ্জয় কুমার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোঃ ইসমাইল হোসেন, ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টিবিদ মোঃ আজিজুল হক সরকার, ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রউফ, এছাড়া উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক অফিসার (আরএমও) ডাঃ মোঃ নূর আলম সিদ্দিক, উপজেলা কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু তাহের, ফুলবাড়ী থানার ওসি তদন্ত মোঃ আব্দুর রহমান, ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক শ্রী জগদীশ চন্দ্র রায়, ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশিদ, কাজিহাল ইউপি চেয়ারম্যান মোঃ মানিক রতন। এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভার সহযোগীতায় ছিলেন ফুলবাড়ী ওয়ার্ল্ড ভিশন (এডিপি)। এবারের প্রতিপাদ্য বিষয় ‘‘ভিটামিন এ খাওয়ান শিশুর মৃত্যুর ঝুঁকি কমান”। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভাটি পরিচালনা করেন ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সের পুষ্টিবিদ মোঃ আজিজুল হক সরকার।