Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

35খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: নওগাঁ : নওগাঁর ধামইরহাট উপজেলায় উদ্ধারকৃত বিরল প্রজাতির প্রাণি গন্ধগোকুলটিকে জাতীয় উদ্যান আলতাদিঘীর পাশে শালবনে অবমুক্ত করা হয়েছে। বুধবার বিকেলে স্থানীয় সরকার বিভাগ নওগাঁ’র উপ-পরিচালক আব্দুর রফিক গন্ধগোকুলটিকে অবমুক্ত করেন।
এ সময় উপজেলা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা এএইচএম মাগফুরুল হাসান আব্বাসী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, বনবিট কর্মকর্তা লক্ষন চন্দ্র ভৌমিকসহ স্থানীরা উপস্থিত ছিলেন।
ধামইরহাট বনবিট কর্মকর্তা লক্ষণ চন্দ্র ভৌমিক জানান, রামচন্দ্রপুর গ্রামের চান্দু মুর্মুর ছেলে বিশ্বলাল মুর্মূ গত সোমবার ভোর রাতে ওই গ্রামের উত্তর দিকে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকার একটি জঙ্গল থেকে বিরল প্রজাতির গন্ধগোকুল প্রাণিটি আটক করেন। স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে প্রাণিটি উদ্ধার করে বনবিট অফিস হেফাজতে নেয়া হয়।
তিনি আরো জানান, উদ্ধারের পর মঙ্গলবার ঊর্দ্ধতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে প্রাণিটিকে বুধবার সাড়ে টায় জাতীয় উদ্যান আলতাদীঘি সাথে থাকা শালবনে অবমুক্ত করা হয়েছে। এ সময় স্থানীয় এলাকাবাসি গন্ধগোকুলটিকে এক নজর দেখতে ভির করেন।
উল্লেখ্য, ইতোপূর্বে উপজেলার বিভিন্ন এলাকা থেকে উদ্ধারকৃত আরো ৩টি গন্ধগোকুল জাতীয় উদ্যানে আলতাদীঘির শালবনে ছেড়ে দেয়া হয়েছে। সেগুলো ভালো আছে বলে জানান বনবিট কর্মকর্তা।