খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: আটোয়ারী পঞ্চগড় : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত মির্জা গোলাম হাফিজ ডিগ্রী কলেজটি জাতীয়করণের দাবীতে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক সহ এলাকাবাসী মানববন্ধন কর্মসূচী পালন করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে কলেজের সামনে পঞ্চগড়-আটোয়ারী সড়কে প্রায় এক ঘন্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা।
কলেজের অধ্যক্ষ মো: সোলায়মান আলী সহ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, উপজেলা সদরে অবস্থিত ১৯৮৮ সালে এ কলেজটি প্রতিষ্ঠিত হয়ে শিক্ষার ফলাফল, বৃক্ষরোপন, খেলাধুলা প্রভৃতি ক্ষেত্রে সুনাম ধরে রেখেছে। বর্তমানে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় উপজেলা সদর হতে প্রায় ১৪ কি:মি: দূরে অবস্থিত একটি কলেজকে জাতীয়করণ করার কথা শোনা যাচ্ছে। যে কলেজে শিক্ষার্থীর সংখ্যা দুই-আড়াই শত। জাতীয়করনের বিষয়টি পুনঃবিবেচনা করার জোর দাবী জানান এলাকাবাসী।