Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: মোঃ মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য মামুনুর রশীদ জোয়ার্দারের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠেছে। প্রধানমন্ত্রী কর্তৃক সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজ সদ্য সরকারিকরণ হওয়ায় বঙ্গবন্ধু ও বঙ্গবন্ধু কলেজের শিক্ষকদের সম্পর্কে শিক্ষা মন্ত্রনালয়ে তিনি আপত্তিকর লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানা গেছে। বুধবার সন্ধ্যায় বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন তার কার্যালয়ে এক প্রতিবাদ সভায় এ অভিযোগ করেন। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক উপাধ্যক্ষ হারুন-অর-রশিদ।
প্রতিবাদ সভায় কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন জানান, সরিষাবাড়ী বঙ্গবন্ধু কলেজ সদ্য সরকারিকরণের ঘোষনা হওয়ায় একটি মহল নানা অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছে। স্থানীয় এমপি মামুনুর রশীদ জোয়ার্দার সম্প্রতি শিক্ষা মন্ত্রনালয়ে লিখিত অভিযোগে বলেছেন যে, শুধুমাত্র বঙ্গবন্ধুর নামে হওয়ায় ‘বঙ্গবন্ধু কলেজ’ সরকারিকরণ হয়েছে। এছাড়া এ কলেজের শিক্ষকরা বর্তমান সরকার বিরোধী কর্মকান্ডের সাথে জড়িত বলেও এমপি তার অভিযোগে উল্লেখ করেছেন। যা উদ্দেশ্যমুলক ও আপত্তিকর। অভিযোগ প্রমাণের জন্য তিনি এমপিকে চ্যালেঞ্জ দেন, অন্যথায় তার বিচার দাবি করেন।
এ ব্যাপারে এমপি মামুনুর রশীদ জোয়ার্দারের মোবাইলে বার বার চেষ্টা করেও তার বক্তব্য জানা যায় নি।