খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: মোস্তাক আহমেদ মনির, জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে শ্রী শ্রী মহামায়া দূর্গা মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় আতঙ্ক বেড়েছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার শতাধিক মন্দিরের ভক্ত ও সেবায়েত। এ ঘটনায় শ্রী শ্রী খাগুরিয়া কালীমাতা মন্দিরের সেবায়েত চিন্তা গোস্বামী ও শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দিরের সেবায়েত মনোরঞ্জন চক্রবর্তী আতঙ্কে গত দুইদিন ধরে পূজা-অর্চনা বন্ধ রেখেছেন।
উপজেলা হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক ও পুজা উদযাপন কমিটির যুগ্ম সম্পাদক শ্রী মন্টু লাল তেওয়ারি জানান, গত সোমবার গভীর রাতে পৌরসভার লুইস ডেফার্স এলাকার রেলি ব্রীজ সংলগ্ন শ্রী শ্রী মহামায়া দূর্গা মন্দিরে ৫টি প্রতিমা ভাঙচুর করে স্বাধীনতাবিরোধী জঙ্গি গোষ্ঠিরা। এ ঘটনায় বুধবার নীলকন্ঠ সাহা বাদি হয়ে থানায় মামলা করেন। ওইদিন শাহীন পারভেজ (২৮) নামে এক যুবককে পুলিশ গ্রেফতার করলেও আতঙ্ক কমেনি সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। ভক্ত ও সেবায়েতরা নিরাপত্তাহীনতায় অনেক মন্দিরেই পূজা-অর্চনা করতে ভয় পাচ্ছেন। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের আশ্বাস দিলেও তা পর্যাপ্ত না হওয়ায় ভরসা মিলছে না বলেও তিনি দাবি করেন।
এ ব্যাপারে পুলিশ পরিদর্শক (ওসি) বিল্লাল উদ্দিন বলেন, প্রতিমা ভাঙচুরের ঘটনায় একজনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। মন্দিরগুলোতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
এদিকে বুধবার সন্ধ্যায় প্রতিমা ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করেছেন জামালপুরের এডিসি খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, এএসপি ইউনুস আলী ও ইউএনও মিজানুর রহমান। এ সময় তারা মন্দিরের নিরাপত্তা বৃদ্ধি ও ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন।