খোলা বাজার২৪, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০১৬: কামরুল হাসান, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে জেএসডির নেতাকর্মী ছাড়া বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়। এসময় বক্তব্য দেন, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জেলা শাখার সভাপতি মনসুর আলী, সিনিয়র সহ সভাপতি আল মামুন প্রমুখ। বক্তরা বলেন, জঙ্গিরা বাংলাদেশে বিভিন্ন ধরনের হামলা চালাচ্ছে। এমনি তাঁরা নিরীহ মানুষকে হত্যা করছে। তাই সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে রাখে দাঁড়ানোর আহ্বান জানান। এরপূর্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে এবং চৌরাস্তায় এসে শেষ হয়।