খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: চলতি বছরে মধ্যপ্রাচ্যভিত্তিক বৈশ্বিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস বাংলাদেশে ১১টি হামলা চালিয়েছে বলে দাবি করেছে। আন্তর্জাতিক জঙ্গি পর্যবেক্ষণকারী বিতর্কিত ওয়েবসাইট ‘সাইট ইনটেলিজেন্স’ আইএসের কথিত গণমাধ্যম আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে একটি পরিসংখ্যান প্রকাশ করেছে।
ওই পরিসংখ্যানে দেখা যায়, আইএস-এর দাবি অনুযায়ী, তারা চলতি বছরে প্রথম হত্যাকাণ্ডটি চালায় ২১ ফেব্র“য়ারি। সেদিন পঞ্চগড়ে এক হিন্দু পুরোহিতকে কুপিয়ে হত্যা করা হয়। এ বছরের ১৪ জুলাই পর্যন্ত মোট ৩৪টি হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেছে আইএস।
সর্বশেষ হামলা চালায় ১ জুলাই। গুলশানে হলি আর্টিসান রেস্টেুরেন্টে হামলা চালিয়ে ‘২৪’ জনকে হত্যা করে। ওইদিনই ঝিনাইদহে এক পুরোহিতকে হত্যা করে তাদের সদস্যরা।
২০১৬ সালে ১১ হামলায় আইএস ৩৪ জনকে হত্যা করে বলে দাবি করে।