Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

8kখোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: কক্সবাজারে আইএস’র নামে ১০টি মন্দিরে হামলার হুমকি দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি পাঠিয়ে এই হুমকি দেয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে শহরের ১০টি মন্দিরে পর্যায়ক্রমে হামলা চালানো হবে। মন্দিরগুলো হল- ব্রাহ্ম মন্দির, কালী বাড়ি, স্বরসতী বাড়ি, লোকনাথ সেবাশ্রম, অনুকুল চন্দ্রের আশ্রম, ইসকন মন্দির, কৃষ্ণানন্দধাম, শংকর মঠ ও রামকৃষ্ণ মন্দির এবং মহেশখালীর আদিনাথ মন্দির।
চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যতদিন পর্যন্ত হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করবে না ততদিন পর্যন্ত এই জিহাদ চলবে। পাশাপাশি আল্লাহু আকবরের নামে সব মন্দিরের পুরোহিত, সভাপতি-সেক্রেটারিদের খুঁজে খুঁজে বের করে খুন করা হবে। যত বড় প্রশাসনই আসুক না কেন কেউই আমাদের হাত থেকে মন্দির কিংবা পুরোহিতদের রক্ষা করতে পারবে না।
এ ঘটনায় জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এডভোকেট রনজিত দাশ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
কক্সবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আইএস’র নামে শহরের ১০টি মন্দিরে হামলার হুমকি দিয়ে জেলা পূজা উদযাপন পরিষদের প্রধান কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি এসেছে। চিঠিটি কাঁচা হাতে লেখা ও অসংখ্য বানান ভুল। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি।
এ ঘটনার পর মন্দিরগুলোতে পুলিশি টহল জোড়দার করা হয়েছে বলে জানান ওসি।