খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: শেখ তোফাজ্জ্বল হোসাইন নাটোর : নাটোরে নলডাঙ্গা থানার ভারপাপ্ত কর্মকর্তা ও নলডাঙ্গা উপজেলা শিক্ষা কর্মকর্তাকে হত্যার হুমকি । বৃহস্পতিবার দুপুরে ইউএনওর কার্যালয়ে ডাকযোগে একটি চিঠি আসে।
হলুদ খামে পাঠানো এক পৃষ্ঠার চিঠিটি সাদা কাগজে হাতে লেখা। ইউএনওকে সম্বোধন করে ওই চিঠিতে বলা হয়েছে, কোরবানির ঈদের আগেই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল কুমারকে সরিয়ে দিতে হবে। নইলে তাকে ঈদের আগেই কোরবানি দেওয়া হবে।
এর আগে বুধবার বিকেলে তার কার্যালয়ের দরজা দিয়ে ফেলে যাওয়া একটি চিঠি তিনি বৃহস্পতিবার খুলে পড়েন বলে জানান।
উভয় চিঠির বক্তব্য প্রায় একই, চিঠিতে আরও বলা হয়েছে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তার পরেই ওসি সুবীর কুমারকে হত্যা করা হবে। নলডাঙ্গা উপজেলায় কোনো মালাউনকে চাকরী করতে দেওয়া হবে না।
পরিমল বলেন, তার সঙ্গে কারও কোনো বিরোধ নেই তিনি সবার সঙ্গেই মেলামেশা করেন। হত্যার হুমকি দেওয়ার কোনো কারণ তিনি খুঁজে পাচ্ছেন না বলে জানান।
এ বিষয়ে ওসি সুবীর কুমার বলেন, বিষয়টি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং উদ্ধর্তন কর্মকর্তাকে জানানো হয়েছে। চিঠির প্রেরককে শনাক্ত করার চেষ্টা চলছে।