Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

20খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: মেহেরপুর : মেহেরপুরে আজ শুক্রবার জুম্মার নামাজে জঙ্গিবাদ বিরোধী খুতবা পড়া হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন (ইফা) নির্ধারিত খুতবা পড়ে মুসল্লিদের জঙ্গিবাদের বিরুদ্ধে সজাগ থাকার আহবান জানান জুম্মার নামাজের ঈমামবৃন্দ।
মেহেরপুর বড় বাজার গড় মসজিদের ঈমাম মাও. আব্দুল হান্নান, হোটেল বাজার জামে মসজিদের ঈমাম মাও. রোকনুজ্জামান, গাংনী বাড় জামে মসজিদের ঈমাম হাফেজ মাও. রুহুল আমিন ও এতিমখানা জামে মসজিদের ঈমাম হাফেজ মাও. শিহাবুজ্জামান জঙ্গিবাদ বিরোধী খুতবার বিষয়ে নিশ্চিত করেন। জঙ্গিবাদ ও নির্বিচারে মানুষ হত্যা কোনভাবেই ইসলাম সমর্থন করে না। ইসলাম ধর্মের অনুসারী নামধারী পথভ্রষ্ট মানুষদের মগজ ধোলাই করে জঙ্গি কর্মকা-ে উদ্বুদ্ধ করা হচ্ছে। যা কোন অবস্থায় ইসলামী কোন কর্মকা- নয়। ইসলাম মানুষের প্রাণ রক্ষা সমর্থন করে। কিন্তু এসব উগ্রবাদী কর্মকা-ের মধ্য দিয়ে ইসলামমে ধ্বংসের ষড়যন্ত্র চলছে। এসব ষড়যন্ত্র মোকাবেলা ও এসব পথভ্রষ্ট নিকৃষ্ট মানুষদের কর্মকা-ের বিষয়ে সজাগ থাকার আহবান জানান ঈমামবৃন্দ।
এদিকে জেলার প্রায় সকল মসজিদে ইফা নির্ধারিত খুতবা পাঠ করেন স্ব স্ব মসজিদের ঈমামবৃন্দ।
এদিকে মেহেরপুর শহরের বড় বাজার গড় মসজিদ, হোটেল বাজার জামে মসজিদ, গাংনী বড় জামে মসজিদ, গাংনী দারুচ্ছুন্নাত জামে মসজিদ, এতিমখানা জামে মসজিদ ও চৌগাছা বড় জামে মসজিদসহ জেলার অন্যতম মসজিদগুলোতে জুম্মার নামাজ উপলক্ষে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। এছাড়াও সাদা পোষাকে পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মসজিদ, মাদ্রাসা, গির্জা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।
প্রঙ্গঙ্গত, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে মুসল্লিদের সচেতনা বৃদ্ধি করতে বৃহস্পতিবার খুতবা নির্ধারণ করে তা আজ শুক্রবার জুম্মার নামাজে পাঠ করার অনুরোধ করে ইফা।