Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

22খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: জেসিকা চাকমা, রাঙ্গামাটি : নানা চড়াই উৎড়াই পার করে এগিয়ে চলা বহুল আলোচিত রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টির এক বছর পূর্ণ হয়েছে। শুক্রবার সকালে শহরের ভেদভেদি এলাকায় স্থাপিত প্রধান প্রশাসনিক কার্যালয় মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি পালন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শুভার্থীরা। এ উপলক্ষে কেক কেটে বর্ষপূতি অনুষ্ঠানের উদ্বোধন করেছেন এ উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানটির উপাধ্যক্ষ (ভিসি) ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
এ সময় উপস্থিত ছিলেন কম্পিউটার সাইন্স বিভাগ প্রধান জুয়েল সিকদার, প্রভাষক ধীমান শর্মা, সুচনা আক্তারসহ বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে শুভেচ্ছা জানিয়ে ভিসি ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, ২০১৫ সালের এদিন আমাদের এই স্বপ্নের বিশ্ববিদ্যালয়টির যাত্রা শুরু। এটির সফল, স্বার্থক ও স্থায়ীত্ব মান উন্নয়নে শিক্ষার্থী সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এক্ষেত্রে বিশেষ করে প্রথম ব্যাচের শিক্ষার্থীদের দায়িত্ব সর্বাধিক। এ লক্ষে শিক্ষার্থী সবাইকে যথোপযুক্ত ও মানসম্মত পড়ালেখার মধ্য দিয়ে নিজেদের জীবনকে সুন্দর ও ও স্বার্থক করে তোলার পাশাপাশি বিশ্ববিদ্যালয়টির মান ও সম্মান অক্ষুণœ রেখে দেশের জন্য কাজ করার আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, ২০১৫ সালের ১৫ জুলাই আনুষ্ঠানিক যাত্রার পর শহরের শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে অস্থায়ী কাম্পাসে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরশ্রেণী কার্যক্রম শুরু হয় ১৫ নভেম্বর। অপরদিকে বিশ্ববিদ্যালয়টি স্থাপনার বিপক্ষে অবস্থান নেয় স্থানীয় জনগোষ্ঠী, রাজনৈতিক ও সামাজিক একাধিক সংগঠনসহ কয়েকটি মহল। এজন্য গড়ে তোলা হয় আন্দোলন। পালিত হয়েছে বিভিন্ন কর্মসূচি। তাদের দাবি হল- পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিদ্যমান কলেজগুলোর মান উন্নয়ন করতে হবে। তার আগে বিশ্ববিদ্যালয় স্থাপনের নামে পাহাড়িদের জায়গা-জমি দখল করে তাদেরকে নিজ ভিটেমাটি হতে উচ্ছেদের ষড়যন্ত্র বাস্তবায়নে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে।
ভাইস চ্যাঞ্জেলর (ভিসি) ড. প্রদানেন্দু চাকমা জানান, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক পাঠদান শুরুর পর ম্যানেজমেন্ট ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ দুটি বিষয়ে শিক্ষা কার্যক্রম চলছে। প্রথম ব্যাচে ভর্তি হয়েছে মোট ৮৬ শিক্ষার্থী। এদের মধ্যে ম্যানেজমেন্টে ৪৮ এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে ৩৮ শিক্ষার্থী ভর্তি হয়। বর্তমানে অনুমোদিত শিক্ষকের পদ ১০টি। প্রথম পর্যায়ে নিয়োগ দেয়া হয়েছে ৪জন শিক্ষক। এছাড়া ২৪ জন কর্মকর্তা-কর্মচারীর জনবল নিয়োগ দেয়া হয়েছে। বাকি সবগুলো পদে নিয়োগ কার্যক্রম চলছে।