Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

26ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল চালক শাহীন নিহত \ আহত ১
খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: মেহেরপুর প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার নুরপুর নামক স্থানে দ্রুত গতির ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে শাহীনুজ্জামান (১৫) নামের এক স্কুল ছাত্র নিহত ও মোটর সাইকেল আরোহী জয়নাল হোসেন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত য়ে করার প্রক্রিয়া চলছে।
নিহত শাহীনুজ্জামান জিনিয়াস ল্যাবরেটরী স্কুলের দশম শ্রেণীর ছাত্র ও পিরোজপুর গ্রামের এলেক উদ্দীনের ছেলে এবং আহত জয়নাল একই গ্রামের হকাজ্জেল হোসেনের ছেলে। সে পেশায় একজন রাজমিস্ত্রি।
স্থানীয় সূত্রে জানা গেছে, শাহীনুজ্জামান তার প্রতিবেশী জয়নালকে সঙ্গে নিয়ে মোটর সাইকেলযোগে কোমরপুর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। নুরপুর মোড়ে পৌঁছলে বিপরিতদিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাকের সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। দুজনই মোটর সাইকেল থেকে সড়কের উপরে ছিটকে পড়ে রক্তাত্ব জখম হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক শাহীনুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত জয়নালের অবস্থাও গুরুতর তাই কুষ্টিয়া রেফারের প্রক্রিয়া চলছে বলে জানান চিকিৎসকরা।
এদিকে দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটিকে (যার নং ঢাকা মেট্রো ঠ ২০-০৭৮২) আটক করেছে।
ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। মরদেহ ও ট্রাক পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে জানান সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার।