খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: সমরাস্ত্রের বিশাল মহড়া। অত্যাধুনিক অস্ত্র। সামরিক যান। কী নেই মহড়ায়! সম্প্রতি রাশিয়ায় আয়োজিত হয়েছে এমনই এক মহড়া। রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে, এটা নিয়মিত প্রশিক্ষণের একটা অংশ। কিন্তু এ কথা মানবে কেন ন্যাটোভুক্ত দেশগুলো? বলা হচ্ছে, তৃতীয় বিশ্বযুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!
ধিৎ১মেইল অনলাইন জানিয়েছে, দেশটির আলতেই এলাকায় বনাঞ্চলের দিকে ওই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় চারশ সামরিক যান অংশ নেয়। ভিডিওতে দেখা যায়, ব্যালিস্টিক মিসাইলও ব্যাপকভাবে প্রদর্শিত হয়। মূল আকর্ষণের বিষয় ছিল মিসাইলগুলোর ধরন। সবকিছুই অত্যাধুনিক প্রযুক্তির।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়, মিসাইল ব্যবহারসহ বিভিন্ন প্রশিক্ষণের জন্যই এ আয়োজন করা হয়।
ন্যাটোর সঙ্গে রাশিয়ার সম্পর্কের টানাপড়েনের মধ্যেই এ মহড়ার খবরটি ছড়িয়ে পড়ে। ক্রিমিয়াসহ বিভিন্ন বিষয়ে ন্যাটোর অবস্থানের কড়া সমালোচক রাশিয়া। ইউরোপে ন্যাটোর ভূমিকা রাশিয়া সব সময়ই সমালোচনার দৃষ্টিতে দেখছে।