Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

42খোলা বাজার২৪, শুক্রবার, ১৫ জুলাই ২০১৬: সকলেই আমরা চা খেয়ে ব্যবহৃত টি-ব্যাগটি ফেলে দিয়ে থাকি। অথচ ব্যবহৃত টি-ব্যাগটি কিন্তু আরো নানারকম কাজে লাগানো যেতে পারে।
জেনে নিন, ব্যবহৃত টি-ব্যাগ ফেলে না দিয়ে কী কী কাজে লাগাতে পারবেন।
ব্রণর সমস্যা মেটাতে
ব্রণর সমস্যায় ভুগতে হয় বয়ঃসন্ধিতে পা রাখা ছেলেমেয়েদের। অনেক সময় নানা ধরনের ক্রিম থেকে শুরু করে ঘরোয়া টোটকাতেও সমস্যার সমাধান মেলে না। ব্রণ তাড়াতেও টি-ব্যাগ বেশ কাজে লাগতে পারে। তবে ত্বক ভালো করে পরিষ্কার করে তবেই ব্রণর ওপর টি-ব্যাগ ঘষতে হবে। চায়ের উপাদানেই সারবে ব্রণ। এক্ষেত্রে গ্রিন টি-ব্যাগ ব্যবহার করা উচিত।
ক্লান্তি তাড়াতে
ব্যবহৃত টি-ব্যাগ ফ্রিজে রেখে দিতে পারেন। অফিস থেকে ফিরে খুব ক্লান্ত লাগলে চোখের ওপর ঠাণ্ডা টি-ব্যাগ আলতো করে রাখুন। চোখের ক্লান্তি, ফোলাভাব এতে দূর হবে।
কাটা-ছেঁড়ায় অ্যান্টিসেপটিক
দাড়ি কাটতে গিয়ে অনেকসময় গাল কেটে যায়। এক্ষেত্রে কোনো কৃত্রিম অ্যান্টিসেপটিক ব্যবহার না করে ব্যবহৃত টি-ব্যাগ কাজে লাগানো যেতে পারে। ফ্রিজে রাখা টি-ব্যাগ কেটে যাওয়া চামড়ার ওপর চেপে ধরে রাখলে রক্ত পড়া বন্ধ হবে। জ্বালাভাবও কমবে। চায়ে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট এক্ষেত্রে অ্যান্টিসেপটিকের কাজ করে।
দুর্গন্ধ তাড়াতে
টি-ব্যাগ গন্ধ তাড়াতে পারে। বিশেষ করে রান্নাঘরে মাছ বা রসুনের কড়া গন্ধ তাড়াতে টি-ব্যাগ ব্যবহার করতে পারেন। এছাড়া ফ্রিজের দুর্গন্ধ কাটাতেও ব্যবহৃত টি-ব্যাগ রাখলে কাজ হয়। ঘরে সিগারেটের গন্ধ কাটাতে অ্যাশট্রেতেও টি-ব্যাগ রাখতে পারেন। একদুই ফোঁটা পছন্দের সুগন্ধি টি-ব্যাগে দিলে চমৎকার রুম ফ্রেশনারের কাজ করে।
বাসন ঝকঝকে করতে
ব্যবহৃত টি-ব্যাগ দিয়ে বাসনকোসন বেশ ভালোভাবে পরিষ্কার করা যায়। বিশেষত সাবানে যাদের অ্যালার্জি আছে তারা হাতে সাবান না লাগিয়ে, টি-ব্যাগ দিয়েই কাজ চালাতে পারেন। কাচের গ্লাসের দাগ মুছে ফেলতেও এর জুড়ি মেলা ভার।
বাগানের পরিচর্যায়
যাদের বাগানের শখ আছে, তাদের কাছে টি-ব্যাগ আদর্শ। গাছের সার হিসেবে মাটি তৈরিতে টি-ব্যাগ ব্যবহার করেন অনেকেই। বিভিন্ন ধরনের ছত্রাকের আক্রমণের হাত থেকেও গাছকে বাঁচায় টি-ব্যাগ।