Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: মোঃ আফজাল হোসেন, দিনাজপুর : দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা এলাকার ঢাকা মোড়ে সারাদেশের ন্যায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর আনুষ্ঠানিক উদ্ভোধন। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় ফুলবাড়ী পৌরশহরের ঢাকা মোড়ে প্রথম ক্যাম্পে একটি বাচ্চাকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াইয়ে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ফুলবাড়ী পৌরসভার প্যানেল মেয়র মোঃ মামুনুর রশীদ। এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌরসভার স্যানিটারি ইনসপেক্টর মোঃ মুরাদ হোসেন, টিকাদান সুপারভাইজার শেখ সোহরাব আলী হীরা। উদ্ভোধনী অনুষ্ঠানে ফুলবাড়ী পৌরসভার কর্মকর্তা কর্মচারি ও মনিটরিং টিমের সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ান মৃত্যু হারের ঝুঁকি কমান। গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এর উদ্ভোধন করার পর ০১নং থেকে ৯নং ওয়ার্ড পর্যন্ত ৪০টি বুথ খোলা হয়। প্রত্যেকটি বুথ থেকে শিশুদেরকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হয়। ভিটামিন এ প্লাস ক্যাপসুল সঠিকভাবে শিশুদেরকে খাওয়ানোর জন্য ৯টি ওয়ার্ডে ১২০জন কর্মী কাজ করেছেন। নীল রংয়ের ৪০০ ক্যাপসুল ও লাল রংয়ের ৪হাজার ক্যাপসুল খাওয়ানো হয়। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর বিষয়ে ফুলবাড়ী পৌরসভার ৪০টি কেন্দ্র মনিটরিং এর দায়িত্বে ছিলেন ফুলবাড়ী পৌরসভার মেয়র মুরতুজা সরকার মানিক।