খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি লি: এর উদ্যোগে অর্ধবার্ষিক সাধারন সভা অনুষ্টিত হয়েছে । শনিবার সকালে গজারিয়া উপজেলার বালুয়াকান্দি মেঘনা ভিলেজ মেইলি’স ডাইনিংয়ে এ সভায় সংগঠনটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্কডার্ন লিডার (অবসর প্রাপ্ত) এ কে এম আক্তারুজ্জামান খান কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, আব্দুল কাদির , বিল্লাল হোসেন,আলী হোসেন,এবিএম জামাল উদ্দিন,কামরুল ইসলাম,আব্দুল আহাদ, মুক্তিযোদ্ধার সন্তান সাংবাদিক মাসুদ রানা প্রমূখ।সভায় বক্তারা বলেন মুক্তিযোদ্ধাদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে জঙ্গি নিমূলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং দেশে থেকে জঙ্গিদের বিতারিত করতে প্রত্যেক ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার আহবান জানান উপস্থিত মুক্তিযোদ্ধারা। সভায় প্রায় অর্ধশত মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।বক্তারা আরো বলেন গজারিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কল্যাণ সমবায় সমিতি লি: নামে সংগঠনটি অসহায় মুক্তিযোদ্ধার পরিবারের কল্যাণে কাজ করছে।বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের সম্মানী বৃদ্ধি করায় অর্থনৈতিক ভাবে অনেক মুক্তিযোদ্ধা ঘরে সচ্ছলতা ফিরে এসেছে।মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ধুদ্ধ হয়ে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার আশাবাদ ব্যক্ত করেন।