খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর:রংপুরের কাউনিয়া উপজেলার শিবু উচ্চ বিদ্যালয়ের ৭র্ম শ্রেণীর শিক্ষার্থী অপহরণ ও গণধর্ষনের ঘটনার মামলার আসামীদের গ্রেফতার করণে সংশ্লিষ্ট থানার পুলিশের রহস্যজনক ভূমিকার প্রতিবাদে এবং প্রধান আসামীসহ সকল আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে গতকাল শনিবার রংপুর নগরীর স্থানীয় একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছেন বাদীনির মা।
এ সময় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ভিকটিমের মা বিউটি বেগম ও ভিকটিম নিজেই।
সংবাদ সম্মেলনে ভিকটিমের মা বিউটি বেগম বলেন, আমার স্কুল পড়–য়া নাবালিকা মেয়েকে দীর্ঘ দিন যাবৎ কু-প্রস্তাব দিয়ে আসত শিবু চওড়াপাড়ার আবু বক্করের পুত্র নারী লোভি জহুরুল ইসলাম। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৬শে জুন রাত আনুমানিক ৮টার দিকে প্রকৃতির ডাকে সারা দেয়া উদ্দ্যেশে ঘর থেকে বাহিরে বেরুলে মৃত. সূর্য্য মিয়ার পুত্র জাফর আলী ও আবু বক্করের পুত্র জহুরুল ইসলাম মেয়েটিকে মুখ চেপে ধরে এবং একটি মোটর সাইকেলের মাঝে বসিয়ে পীরগাছা উপজেলার তাম্বুলপুর এলাকায় একটি বাড়ীতে নিয়ে যায়। যাহা “মামলায় পুলিশ মোটরসাইকেলের স্থানে বাই সাইকেল বলে উল্লেখ করেছেন”। তাম্বুলপুর এলাকার ওই বাড়ীতে ৭র্ম শ্রেণীর শিক্ষার্থীকে ৩দিন আটক করে রাখে এবং তার ইচ্ছের বিরুদ্ধে একধিকবার গণধর্ষণ করে।অপহরণ ও গণধর্ষণের ৩দিন পর গত ২৮শে জুন রাত্রী আনমানিক ৩টার দিকে অত্র উপজেলার হরিচরণ লস্কর গ্রামের বালাপাড়া নামক স্থানের একটি ফাকা রাস্তায় ফেলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতার মেয়েটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় অজ্ঞাত ১জনসহ ৫ জনকে আসামী করে কাউনিয়া থানায় গত ৩রা জুলাই নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯ক একটি মামলা দায়ের করেন। যাহার নং-০২।
তিনি বলেন, কিন্তু এ মামলার ১৩ দিন অতিবাহিত হলেও এ মামলার আসামীদের গ্রেফতার করণে কাউনিয়া থানার পুলিশের রহস্যজনক ভূমিকায় আমরা হতাশ এবং স্থানীয় প্রভাবশালী মহলে বিরুদ্ধে মামলা করায়, মামলাটি প্রত্যাহারের জন্য বাদীনির পরিবারকে বিভিন্ন মহল থেকে ভয়ভীতি প্রদান করে আসছে। আমরা চরম নিরাপত্ত্বাহীনতায় পরেছি বলেই নিরাপত্ত্বার দাবীতে এবং অপহরণ ও গণধর্ষনের মামলার আসামীদের গ্রেফতার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির জন্য আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের দারস্ত হয়ে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করছি।
এ সময় স্থানীয়দের মধ্যে উপস্থিত ছিলেন আতাউর রহমান বাবু ও জয়নুল আবেদীন বাবুসহ অন্যান্যরা।