খোলা বাজার২৪, শনিবার, ১৬ জুলাই ২০১৬: নূরুল আমীন সিকদার : গাজীপুর : বঙ্গতাজ তাজউদ্দীন আহমদের জন্ম বার্ষিকী উপলক্ষে ২১ দিনের কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামীযুবলীগ কাপাসিয়া উপজেলা শাখার উদ্যোগে গত ১৪ জুলাই বৃহস্পতিবার কাপাসিয়া উপজেলার তঁরগাও, দূর্গাপুর ও কড়িহাতা ইউনিয়নে যুবসমাজের অবক্ষয়রোধে তাজউদ্দীন আহমদের আদর্শ ও প্রেরণা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক এমপি মুহাম্মদ শহীদুল্লাহ, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ইউপি চেয়ারম্যান আয়বুর রহমান সিকদার, এম এ গাফ্ফার, প্রধান শিক্ষক শহীদুল্লাহ আজাদ, যুবলীগ কাপাসিয়া উপজেলা সভাপতি মাহবুব উদ্দীন সেলিম, সহ সভাপতি সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান, বিনোদ চন্দ্র সরকার, শহীদুল ইসলাম, মাহবুব মোর্শেদ আফাজ, আমান, এনামুল হক, শাহ আলম, লুৎফর রহমান, জালাল উদ্দিন, আ: কাইয়ূম, প্রমুখ।
এদিকে বাংলাদেশ ছাত্রলীগ কাপাসিয়া উপজেলা শাখা ১৫ জুলাই বিকালে আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে সংগঠনের কার্যালয়ে আলোচনা করেছে। এছাড়া উপজেলার প্রতিটি মসজিদে জুমার নামাজের পর তাজউদ্দীন আহমদের জন্য দোয়া ও মিলাদ হয়েছে।