Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

সোমবার জামালপুরের ৮ ‘রাজাকারের’ রায়খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: একাত্তরের মানবতাবিরোধী অপরাধ অভিযোগে জামালপুরে আট ‘রাজাকারের’ বিরুদ্ধে করা মামলার রায় সোমবার ঘোষণা করা হবে।
বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রোববার রায় ঘোষণার এ দিন ধার্য করেন।
এর আগে গত রোববার মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
মামলার আট আসামির মধ্যে দু’জন শামসুল আলম ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলী গ্রেফতার হয়ে কারাগারে আছেন।
পলাতক বাকি ছয়জন হলেন— স্থানীয় আলবদর বাহিনীর উদ্যোক্তা আশরাফ হোসেন, শরীফ আহমেদ ওরফে শরীফ হোসেন, আবদুল হান্নান, মো. আবদুল বারী, মো. হারুন ও আবুল কাসেম।
গত বছরের ২৬ অক্টোবর এই আট ‘রাজাকারের’ বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আমলে নিয়ে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।
তাদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। আসামিদের বিরুদ্ধে মোট ৪০ জন সাক্ষ্য দেন।
রাষ্ট্রপক্ষের আবেদনে গত বছরের ৩ মার্চ আশরাফ হোসেনসহ অভিযুক্ত আটজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল।
ওই দিনই বিকেলে জামালপুর শহরের নয়াপাড়ার নিজ বাড়ি থেকে শামসুল হককে ও ফুলবাড়িয়ার জাহেদা শফির মহিলা কলেজগেট প্রাঙ্গণ থেকে ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ।
মামলার প্রধান আসামি পলাতক আশরাফ হোসেন আলবদর বাহিনীর জামালপুর মহকুমা কমান্ডার ছিলেন। তার মাধ্যমেই মূলত ইসলামী ছাত্রসংঘের বাছাই করা কর্মীদের নিয়ে মুক্তিযুদ্ধে জামায়াতের কিলিং স্কোয়াড আলবদর বাহিনী গঠিত হয়।
এছাড়া পলাতক অধ্যাপক শরীফ আহম্মেদ বিভিন্ন সময়ে ইসলামী ব্যাংকের পরিচালক পদে কর্মরত ছিলেন।