Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

4kখোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: লক্ষ্মীপুর সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একটি হত্যা মামলার আসামি মো. তারেক (২৮) নিহত হয়েছেন। গতকাল শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার পার্বতীনগর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত তারেকের বাড়ি পার্বতীনগর ইউনিয়নের দক্ষিণ মকরদুছ গ্রামে। তাঁর বাবা আবদুর শুকুর ওরফে সিরাজ।
পুলিশের ভাষ্য, বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন কনস্টেবল মাঈন উদ্দিন, মহিন উদ্দিন, হেলাল চৌধুরী ও সালাউদ্দিন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নে একদল ডাকাত অবস্থান নিচ্ছিল। এ সময় টহল পুলিশের উপস্থিতি দেখে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও আত্মরক্ষার্থে কয়েকটি গুলি ছোড়ে। এতে তারেক নামের এক ডাকাত সদস্য গুলিবিদ্ধ হয়। আহত হন চার পুলিশ সদস্য।
পরে আহত পাঁচজনকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে আনা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তারেককে মৃত ঘোষণা করেন। চার পুলিশ সদস্য একই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার (এসপি) আ স ম মাহতাব উদ্দিন বলেন, তারেকের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে। তারেক ২৫ মে বশিকপুর ইউনিয়নের দুই সহোদর রতন ও মানিক হত্যা মামলার আসামি।