Thu. May 1st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

7kখোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: ইতালীয় নাগরিক তাভেল্লা সিজার হত্যা মামলায় ঢাকা মহানগর বিএনপির নেতা ও সাবেক কমিশনার আব্দুল কাইয়ুম ও তার ভাই এমএ মতিনসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) গ্রহণ করেছেন আদালত।
রোববার (১৭ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাব্বির ইয়াসির আহসান চৌধুরী এই চার্জশিট গ্রহণ করেন এবং পলাতক দুই আসমির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও মালামাল ক্রোকের আদেশ দেন।
গত বছরের ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক তাভেল্লা সিজারকে গুলি করে হত্যা করা হয়। তিনি নেদারল্যান্ডসভিত্তিক আইসিসিও নামের একটি প্রতিষ্ঠানের গ্রুপ কর্মসূচির প্রকল্প (প্রফিটেবল অপরচুনিটিজ ফর ফুড সিকিউরিটি) ব্যবস্থাপক ছিলেন। পুলিশের হাত ঘুরে এই মামলার তদন্তভার যায় ডিবি উত্তর বিভাগের হাতে।