Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

23খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: জাহাঙ্গীর আলম,কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত জছিমিঞা মডেল উচ্চবিদ্যালয়কে জাতীয়করণ করায় প্রাধান মন্ত্রী শেখ হাসিনাকে ও শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী জছিমিঞা মডেল উচ্চবিদ্যালয় পরিবারের আয়োজনে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক অতিক্রমকরে। এতে অংশ গ্রহন করেন শিক্ষক কর্মকর্তা কর্মচারী,ছাত্র/ছাত্রী,পেশাজীবী,রাজনৈতিক,ব্যবসায়ী,ও সাধারন মানুষ। র‌্যালী শেষে ফুলবাড়ী বাজারস্থ্য তিনকোনার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান,প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার,ম্যানেজিং কমিটির সভাপতি হারুনÑঅর রশীদ,ডা:ছদরুজ্জামান,যুবলীগেরসাধারন সম্পাদক আবুবক্করসিদ্দিক মিলন,ছাত্রলীগ সভাপতি এমদাদুল হক,শিক্ষক ম্যানেজিং কমিটি,ছাত্র/ছাত্রী বৃন্দ প্রমুখ। শেষে সবার মাঝে মিষ্ঠি বিতরণ করা হয়।