খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: খন্দকার শাহিন, মাধবদী : দেশের শিল্প শহর মাধবদী বাজারের মুক্তিযোদ্ধা মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তাতে তিনটি পাইকারী কাপরের দোকানের নগদটাকা সহ প্রায় অর্ধ কোটি টাকার মালামাল ভষ্মীভূত হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
প্রত্যক্ষদর্শী পাহাদাররা জানায়, রবিবার রাত দুইটার দিকে ওই মার্কেটের আবুল কাসেমের পাইকারী কাপড়ের দোকান থেকে ধোঁয়া ও আগুনের কুন্ডলি দেখতে পাওয়া যায়। মূহুর্তেই আগুনের লেলিহান শিখা পার্শ্ববর্তী সিরাজুল ইলসাম ও অহিদের দোকানসহ আশপাশে ছড়িয়ে পড়ে। ঘটনাটি মাধবদী থানা পুলিশ ও দোকান মালিকদেরকে জানায়। খবর পেয়ে মাধবদী ফাঁয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় একঘন্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
ভুক্তভোগী আবুল কাশেম কান্না জড়িত কন্ঠে বলেন, “আমার সব শেষ হয়ে গেছে ভাই । আমি এখন মাইনষের দেনা শোধ করব কি দিয়া ”। তিনি আরো জানান, তার দোকানে রক্ষিত নগদ ২৫ হাজার টাকা সহ ৭৩ হাজার গজ গ্রে কাপড় পুড়ে গেছে।
ক্ষতিগস্ত আরো দুটি দোকানের মালিক সিরাজুল, অহিদ ও মাহবুবের ঘরের প্রায় ৫০ হাজার গজ কাপড় সহ মালামাল ভষ্মীভূত হয়েছে। সবমিলিয়ে যার বাজার মূল্য প্রায় অর্ধ কোটি।
মাধবদীর প্রশাসনিক কর্মকর্তা ও মাধবদী বাজার মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী সফি উদ্দিন আহম্মেদ, ইঞ্জিনিয়ার মফিজুল ইসলাম সহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মাধবদী ফায়ার সার্ভিসের ইনচার্জ শাজাহান মিয়া জানান, তারা খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে পৌঁছেন। তবে মাধবদী বাজারে প্রয়োজনীয় পানির রিজার্ভার না থাকায় আগুন নেভাতে সময় লাগে। আগুন লাগার কারন হিসেবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তিনি জানান।
তিনি আরো জানান, মাধবদী বাজারটি ভয়াবহ আগুনের ঝুকিতে রয়েছে। প্রয়োজনীয় পানির রিজার্ভার তৈরী করতে না পারলে যেকোন সময় আরো বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে ।