খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: ব্যাংকের ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতা আসলাম চৌধুরীসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ রোববার সকালে নগরীর ডবলমুরিং থানায় এ মামলা দায়ের করেন দুদকের সহকারী পরিচালক মানিক লাল দাশ।
আসামিদের মধ্যে এবি ব্যাংকের সাবেক দুই কর্মকর্তার নাম রয়েছে।
এদিকে, গুলশান থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।
রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে গত ১৫ মে বিকেলে আসলাম চৌধুরীকে গ্রেপ্তার করে পুলিশ।
ভারতের রাজধানী নয়াদিল্লিতে ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোম্যাসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বৈঠকের খবর ৯ মে প্রকাশিত হয় ইসরায়েলের সংবাদমাধ্যম ‘জেরুজালেম অনলাইন ডটকম’-এ। এরপর বাংলাদেশের কয়েকটি গণমাধ্যমেও মেন্দির সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর বৈঠক-সংক্রান্ত বেশ কিছু ছবি ও সংবাদ প্রকাশিত হয়। খবর প্রকাশিত হওয়ার পর দেশের রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়। এর পর তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়।