খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁ ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় জঙ্গি হামলার ঘটনায় তৈরি পোশাকের বিদেশি ক্রেতাদের মধ্যে নেতিবাচক অবস্থার সৃষ্টি হয়েছে। বড় বড় অনেক ব্র্যান্ড এ দেশ থেকে ব্যবসা কমিয়ে আনার চিন্তা করছে। নতুন করে ব্যবসা বাড়ানোর বিষয়ে অনাগ্রহ দেখিয়েছে অনেক ক্রেতা প্রতিষ্ঠান। এ কারণে চলতি অর্থবছরে পোশাক রফতানি অন্তত ১০ শতাংশ কম হতে পারে। এ পরিমাণ প্রায় ২৮০ কোটি ডলার।
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের এক সংবাদ সম্মেলন থেকে এ আশঙ্কার কথা জানানো হয়। সাম্প্রতিক ওই দুই হামলার ক্ষতির ওপর নিজেদের পর্যালোচনা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। শনিবার রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য তুলে ধরেন সংগঠনের সভাপতি কাজী ইফতেখার হোসোইন বাবুল। সংগঠনের সাবেক ও বর্তমান নেতারা এসময় উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ব্রিটিশ পার্লামেন্টে বাংলাদেশের জঙ্গি হামলার ঘটনা নিয়ে আলোচনা শেষে উদ্বেগ জানানো হয়েছে। বিশ্বের অন্যতম বড় ব্র্যান্ড প্রতিষ্ঠান এইচ এন্ড এমের নাম উল্লেখ করে বলা হয়, বায়িং হাউজের মাধ্যমে যে সব ক্রেতা প্রতিষ্ঠান এ দেশ থেকে পোশাক নেয় তারা নেতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। সাধারণত গ্রীষ্ম এবং শরৎ মৌসুমকে লক্ষ্য করে জুলাই-আগস্ট মাসে রফতানি আদেশ দিয়ে থাকে পশ্চিমা ক্রেতারা। কিন্তু সাম্প্রতিক জঙ্গি হামলার কারণে ক্রেতারা এ দেশ থেকে ব্যবসা স্থানান্তর করে নিতে পারে।
সংগঠনের নেতারা বলেন, রফতানি আয়ের ৮২ শতাংশ আসে পোশাক খাত থেকে। এ খাতে ব্যাংক এবং উদ্যোক্তাদের হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে। এসব বিবেচনায় দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহবান জানানা তারা।