খোলা বাজার২৪, রোববার, ১৭ জুলাই ২০১৬: আব্দুর রহমান রাসেল,রংপুর: রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি শাহ আব্দুল হাকিমসহ ৩ জনকে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে গত শনিবার সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও পাওটানাহাটস্থ কুটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আ,লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে আলহাজ্ব আব্দুর রহিম সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা আ,লীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, আ,লীগ নেতা আকতার ভূইয়া, তছলিম উদ্দিন, মীর মোশারফ হোসেন, ডাঃ জাহিদুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আবু তারেক পাভেল, ছাওলা ইউনিয়ন আ,লীগের সাধারন সম্পাদক আব্দুল হাকিম মেম্বার, ওয়ার্ড আ,লীগের সভাপতি ইলিয়াস আহম্দে, সাবেক সাধারন সম্পাদক মতিয়ার রহমান, আব্দুর সবুর আকন্দ, পাওটানাহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ হাসেম সিদ্দিকি প্রমুখ। উল্লেখ্য, গত ১২ জুলাই জলার ছাওলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আ,লীগের সভাপতি শাহ আব্দুল হাকিম, সাধারন সম্পাদক আব্দুল হাকিম মেম্বার, ওয়ার্ড আ,লীগের সভাপতি ইলিয়াস আহমেদকে ডাকযোগে কাফনের কাপড়সহ চিঠি দিয়ে হত্যার হুমকি দেয় অজ্ঞাত দুর্বৃত্তরা। এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারন ডাইরি ও অজ্ঞাত নাম দিয়ে একটি অভিযোগ দায়ের করা হয়। এ নিয়ে গোটা উপজেলা আ,লীগ ও সাধারন মানুষের মাঝে তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদ সমাবেশে বক্তাগণ অবিলম্বে হুমকি প্রদানকারী সন্ত্রাসীদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।