Thu. Mar 13th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

24খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: গেম খেলতে চাকরি ছাড়ার সিদ্ধান্ত! হ্যাঁ ঠিকই পড়ছেন। এ ঘটনা ঘটিয়েছেন নিউজিল্যান্ডের টম কারি।
অকল্যান্ডের কাছে হিবিসকাস সমুদ্রতীরবর্তী এক রেস্তোঁরায় কাজ করতেন টম কারি। কিন্তু হঠাৎ করেই কাজ ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেন তিনি। আর চাকরি করার পরিবর্তে মোবাইল ফোনে ‘ডিজিটাল প্রাণী’ খুঁজতেই তার আগ্রহ বেশি!! আর তিনি ওসব প্রাণী খুঁজবেন ‘পোকেমন গো’ গেইমে!
বিবিসি নিউজবিটের সাথে আলাপকালে তিনি বলেন- “আমি যখন অফিসে পদত্যাগপত্র জমা দেই তখন আমি ম্যানেজারকে জানাইনি যে আমি পোকেমনকে খুঁজতেই চাকরিটা ছাড়ছি”।
“কিন্তু যখন আমার কথা অনেকেই জেনে গেল তখন আমি তাকে কল করলাম মিডিয়া তার সাথে যোগাযোগের আগেই। আমি দারুণ সাড়া পেলাম ম্যানজারের কাছে থেকে। যেই সাড়া আমি আমার বন্ধু ও পরিবার থেকে পাইনি!”
“পোকেমন ট্রিপ যেন আমার দারুণ মজাদার হয় সেই কামনাই জানালেন আমার ম্যানেজার”-বলেন টম কারি।