Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

28খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের চরবলাকী গ্রামে দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির সময় দুই সহোদর নিহতের ঘটনায় মামলা হয়েছে।

রোববার সকালে ঘটনার তিন দিন পর গজারিয়া থানায় মামলাটি করেছেন নিহত ইউপি সদস্য গোলাপ সরকার (৪০) ও তাঁর ভাই আইয়ুব সরকারের বাবা মজু সরকার।

মামলায় স্থানীয় যুবলীগ নেতা নাজমুল হাসানের বাবা আমিরুল ইসলামকে প্রধান আসামি করে মোট ১২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০-২৫ জনকে আসামি করা হয়েছে।

গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বৃহস্পতিবার রাতে গজারিয়ার চরবলাকী গ্রামে হোসেন্দী ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মন্টু ও যুবলীগ সদস্য নাজমুল হাসানের লোকজনের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ইউপি সদস্য গোলাপ সরকার ও তাঁর ভাই আইয়ুব সরকার নিহত হন।