খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: সুকান্ত সেন,সিরাজগঞ্জ :সিরাজগঞ্জে জিহাদী বইসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)’র এক সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহেদুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে তাড়াশ উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় অভিযান চালিয়ে জিহাদী বইসহ জেএমবি সদস্য আতাউল্লাহকে আটক করা হয়। আটক জেএমবি সদস্য আতাউল্লাহ ওরফে বাহাদুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার মাইজভান্ডারী আমতলী বাহাউদ্দিন চৌধুরীপাড়ার মাওলানা আবু ইউসুফের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সাথে সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।