Wed. Apr 30th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

32খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: রাঙ্গামাটি : মোবাইল ফোনে সন্ত্রাসী কায়দায় বোমা মেরে বিল্ডিং উড়িয়ে দেয়া এবং ছেলেমেয়েদের অপহরণসহ গুলি করে তাকে স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বর্তমানে রাঙ্গামাটি শহরে বসবাসরত বশির আহাম্মদ নামে দক্ষিণ কোরিয়া ফেরত এক সাবেক প্রবাসী। বর্তমানে তারা পরিবারসহ আতংকে চরম নিরাপত্তাহীনতায় অবস্থান করছেন বলে জানান বশির আহাম্মদ ও তার স্ত্রী সাবিনা ইয়াসমিন।
তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে রাঙ্গামাটি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (নম্বর-৫৪২ তারিখ-১৪/০৭/২০১৬) করা হয়েছে। প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা চেয়ে এবং হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে সোমবার দুপুরে রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়নে এক সংবাদ সম্মেলন করেছেন তারা। এ সময় তাদের তিন শিশু সন্তানও উপস্থিত ছিল।
ওই সময় বশির আহাম্মদ বলেন, তার কষ্টার্জিত সম্পদ ও জমি দখল করতে তার দুই সহোদর বড়ভাই জহির আহাম্মদ সওদাগর এবং জাকির হোসেন দীর্ঘদিন ধরে পায়তারা করছেন। এতে ভাইয়ে ভাইয়ে পারিবারিক বিরোধ চরম আকারে ধারণ করেছে। ইতিমধ্যে তার চট্টগ্রামের ভাটিয়ারিতে কেনা সাত শতক জমি দখল করে কেড়ে নিয়েছেন তার সহোদর ভাইয়েরা।
বশির আহাম্মদ আরও জানান, তিনি দীর্ঘ ১২-১৩ বছর ধরে দক্ষিণ কোরিয়া ছিলেন। সেখানে থাকতে তার বড়ভাই জহির আহাম্মদ সওদাগরকে ২০ লাখ এবং জাকির হোসেনকে ৮ লাখ টাকা দিয়েছেন। সেগুলো আর ফেরত দেননি তার ভাইয়েরা। তাছড়া চট্টগ্রামের ভাটিয়ারি এলাকায় সাত শতক জমি ক্রয় করেন তিনি। জমিটি তার ভাইয়েরা কেড়ে নিয়েছেন। কোরিয়া থেকে ফিরে রাঙ্গামাটি শহরের কাঠালতলী এবং তবলছড়িতে জায়গা কেনে বাড়ি ও দোকান করেছেন। বর্তমানে সেগুলো কেড়ে নিতে মরিয়া তার ভাইয়েরা। এসব নিয়ে দীর্ঘদিন ধরে ভাইয়ে ভাইয়ে চলছে বিরোধ। তারা বর্তমানে আমাকে স্বপরিবারে প্রাণনাশের চেষ্টা করছে। সর্বশেষ ১৪ জুলাই মোবাইল ফোনে সন্ত্রাসী কায়দায় আমার ছেলেমেয়েদের অপহরণসহ স্বপরিবারে প্রাণনাশের হুমকি দেয়া হয়। তবে বাঁচতে রাঙ্গামাটি শহর ছেড়ে চলে যেতে বলে দেয়া হয়। এতে তার দুই বড়ভাই, জাকিরের স্ত্রী পারুল ও তার ভাই পারভেজ জড়িত। বর্তমানে আমরা জানমালের ভয়ে চরম আতংকে আছি। মেয়েকে স্কুলে পাঠাতে পারছি না। আমরা অবাধে চলাফেরা করতে পারছি না।
এ ব্যাপারে বশির আহাম্মদকে হুমকি দেয়া মোবাইল ফোন নম্বরে যোগাযোগ করা হলে কল রিসিভ করে এ ধরনের কোনো হুমকি দেয়ার অভিযোগ অস্বীকার করে তার দুই বড়ভাই জহির আহাম্মদ সওদাগর ও জাকির হোসেন বলেন, বশির তাদের ছোট ভাই বটে- কিন্তু তাকে কোনো রকম হুমকি দেয়ার বিষয়ে তাদের কিছুই জানা নেই।
এ বিষয়ে বশির আহাম্মদের সাধারণ ডায়েরির কথা স্বীকার করে রাঙ্গামাটি কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রশীদ বলেন, এটি তাদের ভাইয়ে ভাইয়ে বিরোধের জের। বিষয়টি নিয়ে বশির আহাম্মদ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।