খোলা বাজার২৪, সোমবার, ১৮ জুলাই ২০১৬: রাজশাহী : চারঘাটে এক সাথে বিষপানে স্বামী-স্ত্রী আত্মহত্যার চেষ্টা চালিয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক স্বামী ডলারকে মৃত ঘোষণা করেন। মৃত ডলার চারঘাট থানার পান্নাপাড়া এলাকার রেজাউলের ছেলে। তবে স্ত্রীর নাম পাওয়া যায়নি।
জানা গেছে, সোমবার বেলা ১১টার দিকে স্বামী ডলার ও তার স্ত্রী এক সাথে বিষপান করে। পরে পরিবারের লোকজন বিষপানের বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসেন। সেখানে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডলারকে মৃত ঘোষণা করে। তবে তার স্ত্রীর অবস্থাও আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন। কেন তারা বিষপান করেছিল তা জানা যায়নি।